নওগাঁয় ১৯ বছর পর দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
১৯৯৬ সালে নওগাঁর মান্দায় বহুল আলোচিত আবুল হোসেন হত্যা মামলার যাবজ্জবীন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম ওরুফে ধলেকে (৫৫) গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। সোমার রাত ২টার দিকে নজরুল ইসলামকে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
তিনি মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জাগো নিউজকে জানান, ১৯৯৬ সালে বহুল আলোচিত আবুল হোসেনকে নজরুল ইসলামসহ আরও কয়েকজন মিলে হত্যা করেন। হত্যা মামলায় নজরুল ইসলামসহ হত্যাকারীদের আদালত যাবজ্জবীন কারাদণ্ড প্রদান করেন। পালিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গোপন সংবাদে জানতে পেরে নজরুল ইসলাম ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে আসার সময় সোমবার রাতে পুলিশ ফোর্স নিয়ে রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে নজরুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।
আব্বাস আলী/এমজেড/পিআর