গার্মেন্টস কর্মীকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার অভিযোগে আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

মানিকগঞ্জের আকিজ টেক্সাইলের পরিচ্ছন্নতা কর্মী জুলহাস হোসেনকে (৩৯) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই টেক্সটাইলের ৪ শ্রমিককে আটক করেছে পুলিশ।

নিহত জুলহাস সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, গত বুধবার রাতে সদর উপজেলার জাগীর ইউনিয়নে অবস্থিত আকিজ টেক্সটাইলে জুলহাসকে তারই ৪ সহকর্মী পায়ুপথে বাতাস দিয়ে আহত করে। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

খোরশেদ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।