আবার পেছাচ্ছে গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৪১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শেষ মুহূর্তে স্থগিত হওয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হয় আগামী ১০ অক্টোবর। রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন নির্বাচনের নতুন তারিখ নির্ধারণের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম মন্ডলের মৃত্যুতে আবারও পিছিয়ে যাচ্ছে উপ-নির্বাচনের তারিখ। এমনটিই জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান।

তিনি জানিয়েছেন, গোয়ালন্দ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম মন্ডলের মৃত্যুর খবর তিনি জেনেছেন। নুরুল ইসলাম মন্ডলের প্রস্তাবকারী ও সমর্থনকারী মৃত্যু সনদ নিয়ে আবেদন করলে এ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে তফসিল অনুযায়ী নতুন প্রার্থী হতে আবেদন করতে পারবেন উপজেলার যে কেউ। তবে পুরাতন তফসিল অনুযায়ী অন্য প্রার্থীদের প্রার্থিতা বহাল থাকবে। নুরুল ইসলামের মৃত্যু সনদ পেলে তার দাফতরিক কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়া ১০ অক্টোবর পাঁচুরিয়ার ১টি ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। কিন্তু প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৩ মার্চ নির্বাচন স্থাগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিন জন প্রার্থী। এরা হলেন, ক্ষতাসীন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সি (নৌকা), স্বতন্ত্র উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) এবং বিএনপি মনোনীত মাহবুব আলম (ধানের শীষ)।

কিন্তু ১৪ সেপ্টেম্বর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল মৃত্যুবরণ করেন। প্রার্থীর মৃত্যুতে আবার নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগের তফসিলে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রার্থিতা বহাল থাকবে। নতুন তফসিলে নতুন কেউ প্রার্থী হতে চাইলে আবেদন করতে পারবেন।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।