সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান জামিনে মুক্ত


প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০২ নভেম্বর ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান মুন্সি জামিনে মুক্তি পেয়েছেন। জেলা আমলি আদালতে (সাদুল্যাপুর) সোমবার দুপুরে সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন সাইদুর রহমান মুন্সি। পরে আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান শিকদার বিকেল ৪টার দিকে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার দুপুরে একই আদালতে সাইদুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক মনিরুজ্জামান শিকদার।

সাইদুর রহমানের আইনজীবী মো. আবদুল হালিম জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া প্রয়োজন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিচারক অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম জানান, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লবকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে গত ১৫ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন। চার্জশিটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান মুন্সিকে হুমকুদাতাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ এনে ১১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়।

দুপুরে আদালতে চার্জশিট গৃহীত হলে সাইদুর রহমান মুন্সিসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

অমিত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।