ধর্মহীনতাই নাস্তিকতাকে উস্কে দেয়


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০২ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকার ধর্ম নিরপেক্ষতার নামে দেশকে ধর্মহীনতার দিকে নিয়ে যাচ্ছে। ধর্মহীনতা নাস্তিকাতে উস্কে দিচ্ছে। ৯১ ভাগ মুসলমানের দেশে আল্লাহ ও রাসুলকে (সা.) কটূক্তি করে নাস্তিক মুরতাদরা নিরাপদ থাকলেও ইসলাম ও মুসলমানদের দমিয়ে রাখতে নানা ষড়যন্ত্র করছে ধর্মদ্রোহী গোষ্ঠী।

সোমবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৮০ ভাগ দেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ন্যায় অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদগঞ্জ শাখার সভাপতি আসলাম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মকবুল হোসাইন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাও. মুজাম্মেল হক, সেক্রেটারি শেখ মোধ জয়নাল আবদিন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি আনোয়ার আল নোমান প্রমুখ।

এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।