বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০

বন্যাদুর্গত যমুনার চরে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলো আন্তর্জাতিক সামাজিক কল্যাণ সংস্থা চ্যারিটি রাইট।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে আবাসন প্রকল্প, প্যাকুরতালা, জালালপুর, ঘাটাবাড়ী, ঘাটাবাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ১০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী দেয়া হয়।

Sirajganj-(1).jpg

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাল, ৫ কেজি ময়দা, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি চিড়া।

চ্যারিটি রাইটের পক্ষে সমাজসেবক মামুন বিশ্বাসের আয়োজনে উপস্থিত থেকে তাজু কামরুল, ইযাকুব আলী, শাহরিয়ার ইমন এসব খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেন।

Sirajganj-(1).jpg

মামুন বিশ্বাস সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

চ্যারিটি রাইট বাংলাদেশের চেয়ারম্যান ও কান্ট্রি হেড আশফাক মোহাম্মদ জামান বলেন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর করোনার সংকট মোকাবেলায় সহায়তা করতে আমরা আমাদের সীমিত জোগান ও সব প্রচেষ্টা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।