কুষ্টিয়ায় ৫ জামায়াত-শিবির কর্মী আটক


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০২ নভেম্বর ২০১৫

কুষ্টিয়ায় জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসাইনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার আশঙ্কায় তাদেরকে আটক করে পুলিশ। তাদেরকে রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দীক জাগো নিউজকে জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ গভীর রাতে কুষ্টিয়ায় জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোশাররফ হোসাইনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। একই সময়ে খোকসা থানা পুলিশ খোকসা পৌর জামায়াতের সভাপতি ও কাউন্সিলর আব্দুর রাজ্জাককে আটক করে।

এছাড়াও গোয়েন্দা পুলিশ জগতি এলাকা থেকে সুজন নামের এক ছাত্রশিবির কর্মীকে ও দৌলতপুর থানা পুলিশ আক্কাস আলী নামে এক জামায়াত কর্মীকে আটক করেছে। দেশব্যাপী নাশকতা করতে পারে এমন আশঙ্কায় তাদেরকে আটক করা হয়। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।