কুয়াকাটায় ৮০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার
সমুদ্র সৈকত কুয়াকাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে ৬টি প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন মহিপুর, আলীপুর বাজার ও কুয়াকাটা সদর রোড এলাকায় জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম এ আদেশ দেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় ও পটুয়াখালী জেলা প্রশাসকের তত্বাবধানে কলাপাড়া উপজেলার মহিপুর, আলীপুর বাজার ও কুয়াকাটা সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৬০ হাজার টাকা ও ১টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে বিশ হাজার টাকাসহ সর্বমোট আশি হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও চাল, ডাল, পেঁয়াজসহ অন্যান্য পণ্য ন্যায্যমূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরও বলেন, অভিযানে সহযোগিতা করেছে পটুয়াখালী র্যাব-৮ এর একটি টিম, সেনেটারি ইন্সপেক্টর, ক্যাব ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/জেআইএম