হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি বাবুকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:২২ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে সোমবার সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য আক্তারুজ্জামান বাবু এমপিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পর তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সাংসদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত হওয়ার পর থেকে আক্তারুজ্জামান বাবু খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লা মোড় এলাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

আলমগীর হান্নান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।