১০ হাজার পাখিকে বাসা দিচ্ছে চুয়াডাঙ্গার মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গা পৌর এলাকাকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌরসভা। পৌর এলাকাকে পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে গাছে গাছে মাটির কলস ঝুঁলিয়ে দিয়ে পাখিদের আবাসস্থল গড়ে দিচ্ছে পৌরসভা।

প্রথমে ৫০০টি মাটির কলস দিয়ে ওই কার্যক্রম শুরু হলেও পুরো পৌর এলাকায় ১০ হাজার কলস টানাবে পৌরসভা।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার পানি শোধনাগার এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এসময় গাছের ডালে মাটির কলস ঝুঁলিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

এসময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জলবায়ু ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পাখিদের অবদান অনেক সেই চিন্তা থেকে পৌর এলাকাকে পাখির অভয়ারণ্য গড়ার দায়িত্ব নিয়েছি।

jagonews24

পাখিদের অভয়ারণ্য গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি।

কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জগলুর রহমান, প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

কাজল/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।