বিসিসি প্যানেল মেয়রের গুলিভর্তি রিভলবার চুরি


প্রকাশিত: ০৬:১২ পিএম, ০১ নভেম্বর ২০১৫

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেএম শহীদুল্লাহর লাইসেন্সকৃত রিভলবারটি (পয়েন্ট টুটু বোর, নং-১৬২৪৪৪৮) আট রাউন্ড গুলিভর্তি অবস্থায় চুরি হয়ে গেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন তিনি।

প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ জানান, গত কয়েক দিন ধরে ডান পায়ের হাটুতে অপারেশন করার কারণে বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছি। গত শুক্রবার বিকেলে রিভলবারটি আট রাউন্ড গুলি ভর্তি করে বলিশের নিচে রাখি।

তিনি বলেন, আমার অসুস্থতার কথা শুনে গত শুক্রবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন লোকজন বাসায় তাকে দেখতে আসেন। বৃহস্পতিবার রিভলবারটি খুঁজতে গিয়ে দেখি বালিশের নিচে রিভলবারটি নেই।

তার ধারণা কেউ গত শুক্রবার রিভলবারটি অসৎ উদ্দেশ্যে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছেন বলে জানান, শহীদুল্লাহ।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।