যুদ্ধাপরাধ মামলার সাক্ষীকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০১ নভেম্বর ২০১৫

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন যুদ্ধাপরাধী মওলানা আব্দুস সোবহানের মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী আব্দুর রহমান (৬২)। তার বাড়ি ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামে।

এলাকাবাসী ও ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত ব্যাপারে একই এলাকার বিশু ও হজরতের সঙ্গে আব্দুর রহমানের বিরোধ চলছিল। এ ব্যাপারে আদালতে ও থানায় একাধিক মামলাও আছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস।

তিনি জানান, রোববার সন্ধ্যায় সাহাপুর গ্রামে হঠাৎ করে আব্দুর রহমান হামলার শিকার হন। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় লোকজন তাকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টা থানায় কোনো মামলা হয়নি। চিকিৎসরা জানিয়েছেন আপাতত আশঙ্কামুক্ত আব্দুর রহমান।

আলাউদ্দিন আহমেদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।