বিএম কলেজে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত


প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০১ নভেম্বর ২০১৫

বরিশালের বিএম কলেজের মুক্তমঞ্চে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষার্থীদের মাদকবিরোধী সংগঠন জয়যাত্রার উদ্যোগে এই কনসার্টের আয়োজন করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসের মুক্তমঞ্চে সংগীত ও নৃত্য উপভোগ করেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও তাদের স্বজনরা।

ক্লোজআপ ওয়ান শিল্পি রাফাত, চ্যানেল আইয়ের সেরাকণ্ঠের শ্রেরসি ও নীপা গাঙ্গুলীর আধুনিক ও হিন্দিগানে এবং বরিশালের নৃত্যশিল্প মুরাদ ছন্দময় নাঁচে মাতিয়ে তোলেন দর্শক-শ্রোতাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

আয়োজক জয়যাত্রার সভাপতি হিসাববিজ্ঞান শেষবর্ষের ছাত্র মো. মারুফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক কাইউম উদ্দিন, ঝালকাঠীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বাইজিদ, কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার এবং জিএস নাহিদ সেরনিয়াবাত, ছাত্র মিলনায়তন সম্পাদক জুবায়ের আলম।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।