পাঁচ যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ চোরাই মোবাইল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই মোবাইল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শতাধিক চোরাই মোবাইল, মোবাইল সামগ্রী ও বিদেশি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে হিরাঝিল এলাকার পুরানপট্টিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- জামাল শেখ (৪৫), সজীব (২৬), শামীম (২২), আনোয়ার হোসেন (২৮) ও পিপলু (২৬)। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ওসি মো. কামরুল ফারুক।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মো. কামরুল ফারুক বলেন, মঙ্গলবার গভীর রাতে হিরাঝিল পুরানপট্টিতে চোরাই মোবাইল চক্রের সদস্যরা মোবাইল কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, ব্যাটারি ও টর্চলাইট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।