থানায় ঢুকে পুলিশের ওপর যুবকের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ঢুকে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছেন মোবাশ্বের (৩০) নামের এক যুবক। এতে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাশ্বেরকে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলা সদরের উত্তর মৌড়াইল এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোবাশ্বের ধারালো ছুরি নিয়ে থানা চত্বরে পায়চারী করতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা থানায় আসার কারণ জানতে চাইলে তিনি পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের ধাওয়া দিয়ে থানার সামনের সড়কে নিয়ে যান। এ অবস্থায় পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল সাধন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। কেন ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছেন সেটি জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।