নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ
ফেনীতে বিক্রয় নিষিদ্ধ ৩০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
ফেনী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান জানান, বেশ কিছুদিন ধরে ফেনীর বিভিন্ন হাট-বাজারে একটি অসাধুচক্র আফ্রিকান মাগুর মাছ বিক্রি করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ কেজি বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ফেনীর কোথাও এই মাছ চাষ হচ্ছে না। একটি চক্র গোপনে এই মাছ ফেনীর বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে। পরে জব্দকৃত মাছগুলো জেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রাশেদুল হাসান/আরএআর/এমএস