বসতঘরে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১১:০৮ এএম, ০১ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে আশরাফিয়া বেগম (৬০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আশরাফিয়া বেগম উপজেলার সরই ইউনিয়নের আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে ওই নারীর বসতবাড়ি ভাঙাচোরা দেখতে পান। এ সময় বাড়ির আশপাশে হাতির পালের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এছাড়াও বাড়ির এক পাশে ওই নারীর ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম বলেন, কয়েকদিন যাবত ওই এলাকায় হাতির পাল হানা দিচ্ছে। বিভিন্ন সময়ে অনেকের বসতবাড়ি ও ফসলের ক্ষতি করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ওই নারীর লাশ উদ্ধার করেছে।

সৈকত দাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।