ডাকাতির স্বর্ণালঙ্কার বিক্রির ব্যবস্থা করতেন তিনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:১৩ এএম, ০১ সেপ্টেম্বর ২০২০

যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণালঙ্কার বিক্রির মূলহোতা তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা দুই ভরি ৮০০ গ্রাম সোনা ও এক লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে শার্শা উপজেলার নাভারণ বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

যশোর নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান বলেন, গত কয়েকদিন ধরে যশোরের মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুকে গ্রেফতার ও তার দোকান থেকে ডাকাতি করা স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ডাকাত দলের সঙ্গে এই দোকানদারের যোগসাজশ রয়েছে। বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রি করা হয়।

জামাল হোসেন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।