হাতুড়ে ডাক্তারের কেরামতি, হাঁড়ভাঙার চিকিৎসায় দা-ছুরি-কাঁচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১০:০৮ পিএম, ৩১ আগস্ট ২০২০

ফেনীতে হাঁড়ভাঙার চিকিৎসার নামে প্রতারণার দায়ে আলাবক্স নামের তিনটি চেম্বার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সাইফ উদ্দিন নামের এক ভুয়া চিকিৎসকের ১৫ দিনের কারাদণ্ড ও অন্যজনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও ভ্রাম্যমাণ আদালত জানায়, দীর্ঘদিন ফেনীর বিভিন্ন স্থানে চিকিৎসক আলাবক্স হাঁড়ভাঙার চিকিৎসা দেয়ার নামে চেম্বার খুলে প্রতারণা করে আসছেন। সোমবার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও পাচগাছিয়া ইউনিয়নের তেমুহনীতে স্থাপিত তিন চেম্বারে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৌমিতা দাশ বলেন, অভিযানে চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেয়ার দায়ে ইকবাল হোসেন মামুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাইফ উদ্দিন জুলফিকার নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তিনটি আলাবক্স চেম্বার সিলগালা করা হয়।

অভিযানে অংশ নেয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তাহসিন নুর অমি বলেন, আধুনিক চিকিৎসার যুগে আলাবক্স চেম্বারগুলোতে হাঁড়ভাঙার চিকিৎসায় দা, ছুরি ও কাঁচি ব্যবহার করা হচ্ছে। এটি সবাইকে অবাক করেছে।

রাশেদুল হাসান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।