প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার করোনাজয়ী ২০ পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ৩০ আগস্ট ২০২০

করোনাভাইরাসকে জয় করে প্লাজমা দিতে গেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ জন সদস্য। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্স থেকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম হাতে নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই জনসাধারণকে সুরক্ষা দিতে গিয়ে এখন পর্যন্ত জেলা পুলিশের ৪২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে পুনরায় তারা কর্মস্থলে ফিরবেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।