শার্শায় মা সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০১ নভেম্বর ২০১৫

`আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব`  এ শ্লোগান নিয়ে যশোরের শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন, দারিদ্র বিমোচন ও শিক্ষার মান উন্নয়নে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্কুল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

তিনি বলেন, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের সন্তান। আর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বের বুকে গর্বিত সন্তান হিসেবে পরিচিত করে তুলতে পারেন মা। সন্তান জন্মের পর তার পরিপূর্ণ যত্ন নিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করাটাই আমাদের কাজ। কিন্তু আমরা তা করি না। আমরা দায়িত্ব পালন করি সন্তান বিপদে পড়লে।

ma

তবে তিনি বর্তমান মায়েদের সম্মান জানিয়ে বলেন, এ যুগের মায়েরা তার নিজ সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আর এ চেষ্টার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে  মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, যশোর জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান। এর আগে প্রধান অতিথি এ বিদ্যালয়ের নবনির্মিত একটি দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

জামাল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।