করোনায় রাজবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:৫২ এএম, ৩০ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপ‌জেলা প‌রিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম এ খালেক (৬৪) মারা গেছেন।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ৪০ ম‌ি‌নি‌টে রাজধানীর মিরপুরের বিআইএইচএসএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম এ খালেকের বড় ছেলে এম এ খালেদ পাভেল জানান, তার বাবা করোনার উপসর্গ নিয়ে গত ১৩ আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেন। গত ১৬ আগস্ট তার করোনার রি‌পোর্ট পজিটিভ আসে। নমুনা দেয়ার দিন থেকেই তিনি হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। ১৮ আগস্ট রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যার দিকে তার বাবার শারীরিক অবস্থার অবনতি হ‌লে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৪০মিনিটে তার মৃত্যু হয়।

খালেকের মৃত্য‌ু‌তে রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বি‌ভিন্ন রাজ‌নৈতিক সামা‌জিক সংগঠ‌নের নেতাকর্মী ও সদস্যরা শোক প্রকাশ ক‌রেছেন।

রু‌বেলুর রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।