চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারপিট, ছাত্রলীগের সেক্রেটারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৯ আগস্ট ২০২০

সরকারের উন্নয়ন কাজে বাধা এবং চাঁদা না দেয়ায় ঠিকাদারকে মারপিট করার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হাসিবুল খান ছানাকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের কাছে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি হাসিবুল খান ছানা বেশকিছু দিন ধরে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেয়ার হুমকিসহ নানাভাবে সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান করছিল। তার চাহিদা পূরণ না করায় শনিবার বিকেলে এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে মারপিট করেন। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

ওসি জানান, এ ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হামলার শিকার প্রল্লাদ কুমার বলেন, সাঁথিয়ায় কাজ শুরুর পর থেকেই ছানা মাঝে মাঝেই চাঁদা দাবি করে। তার দাবি পূরণ না করায় এর আগে কাজে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ভিডিও পোস্ট দেয়। এর আগেও সে জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়েছে। শনিবার ছানা শত শত মানুষের সামনে প্রকাশ্যে আমাকে পিটিয়েছে। এ ব্যাপারে এম এম বিল্ডার্স কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি ছানার বিরুদ্ধে ভূমিদখল, জলমহাল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ঘনিষ্ঠ ও স্নেহভাজন পরিচয় দিয়ে এসব অপকর্ম করায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করে না বলে জানান স্থানীয়রা।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।