‘স্কুলের এ ভবন টিকবে কতদিন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৮ আগস্ট ২০২০

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের একটি চারতলা ভবন নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ভবনের স্থায়ীত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী বলছে, যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং যে পরিমাণে ব্যবহার করা হয়েছে তাতে যেকোনো সময় ছাদ ও ওয়াল ভেঙে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তখন এর দায়িত্ব কে নেবে?

সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, ২০১৮-২০১৯ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অর্থায়নে ২ কোটি ৭৩ লাখ ৯০ হাজার ৬৫১ টাকা ব্যয়ে রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের স্যানিটারি, পানি সরবরাহ, বৈদ্যুতিক কাজ ও চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়। বিদ্যালয় নির্মাণে ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয় মাদারীপুর জেলার গোলাবাড়ি নতুন জজ কোর্ট এলাকার শহিদ মিয়ার সানজিদা ট্রেডার্সকে।

school4

এলাকাবাসী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে প্রচুর অনিয়ম করে চলেছে। তারা মাটি মেশানো বালি, রাবিস মেশানো খোয়া ও মরিচা ধরা রড ব্যবহার করছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে চারতলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই চলছিল। এ সময় ওই এলাকার এসান্দার মৃধা, আবুল কালাম সরদার, সবুজ চৌকিদার, সেলিম সরদার, জসিম চৌকিদারসহ ১৫-২০ জন নিম্নমানের কাজের প্রতিবাদ করেন। তাদের তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার ও জেলা শিক্ষা অধিদফতরের প্রকৌশলীরা।

ওই এলাকার এসকান্দার মৃধা বলেন, আমিও ঠিকাদারি করেছি। কিন্তু এত নিম্নমানের কাজ আমি কখনোই দেখিনি। মরিচা ধরা রড, মাটি মেশানো বালি, প্রচুর রাবিস মেশানো খোয়া ব্যবহার করছে ঠিকাদার। তাই আমরা এলাকার লোকজন গিয়ে প্রতিবাদ করি। কিন্তু আমাদের কথা ঠিকাদার না শুনে এলাকার কিছু প্রভাবশালী লোকদের যোগসাজসে কাজ চালিয়ে যাচ্ছেন।

school4

এছাড়া জসিম চৌকিদার ও কামাল হোসেনসহ এলাকার অনেকেই বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলের ভবন তৈরি করা হচ্ছে। কয়েকদিন পর বটগাছ ও পরগাছা জন্মাবে ছাদ ও ওয়ালে। নিম্নমানের সামগ্রী দেয়ায় মনে হচ্ছে কয়েক বছর না যেতেই ছাদ ভেঙে স্কুলের ছাত্র-ছাত্রীর ওপর প[বে। তাই পুনরায় ভালো রড, বালু, খোয়া ও ইট দিয়ে স্কুলটি বানানো হোক।

নীলমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ঠিকাদার ও প্রকৌশলীরা বলল তাদের ইট, বালু, রড এবং খোয়ার মান নাকি ভালো। আমরাতো এ ব্যাপারে কিছু বুঝি না।

ঠিকাদার শহিদ মিয়া বলেন, বিদ্যালয়ের চারতলা ভবনের একতলা ছাদের ও অন্যান্য কাজ যে বালু, খোয়া, সিমেন্ট ও রড দিয়ে করা হচ্ছে তার মান খুবই ভালো। প্রকৌশলীরা পরিদর্শন করে গেছেন।

school4

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এমারত হোসেন মিয়া বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি সরেজমিন পরিদর্শন করব। ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বলরম কুমার মন্ডলের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে ফোন করলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খানম বলেন, বিষয়টি আমি জানি। ঘটনাস্থল পরিদর্শনের জন্য অফিসের লোক পাঠানো হয়েছে এবং জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলীকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। বিদ্যালয়ের কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে করা যাবে না। ব্যাপারটি আমি দেখছি।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।