স্ত্রী-সন্তান করোনামুক্ত হলেও মারা গেলেন সাবেক চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৬ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মাদবর (৭২)। মৃত সিরাজুল হক মাদবর ওই ইউনিয়নের দক্ষিণ গোয়ালদি গ্রামের মৃত ইব্রাহিম মাদবরের ছেলে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন তার ভাগনে শরীয়তপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রতন।

তিনি বলেন, সিরাজুল হক ১৯৯২ সালে তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জ্বর ও শ্বাসকষ্ট হলে ৮ আগস্ট করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। ১০ আগস্ট তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে স্ত্রী রোকসানা হক ও তার ছেলে শামীম মাদবর করোনায় আক্রান্ত হয়েছিলেন। স্ত্রী ও ছেলে সুস্থ হলেও মারা গেলেন চেয়ারম্যান।

মো. ছগির হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।