লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় নাশকতা ও সহিংসতার মামলায় বিএনপি-জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মান্দারী বাজার ও শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ও শহর জামায়াত নেতা মাসুদ আলম।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
কাজল কায়েস/এআরএ/আরআইপি