ভারতীয় গরুর টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মাদরাসাছাত্রের
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় গরু চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে এক সংঘর্ষে জুয়েল নামে (১৪) অষ্টম শ্রেণির এক নিহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। সে উপজেলার উত্তর জাওরানী গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে আমঝোল দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় আটকরা হলেন-উপজেলার উত্তর জাওরানী গ্রামের আব্দুর রহিম (৩৫) ও তার ছেলে জাহাঙ্গীর হোসেন (২২)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত জুয়েলের ভাই সবুজ ও আটককৃত জাহাঙ্গীর একসঙ্গে ভারতীয় মালামাল ও গরু চোরাচালান করতেন। গরু চোরাচালানের ১০ হাজার টাকা নিয়ে গত ১৯ আগস্ট উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে বড়ভাইকে বাচাতেঁ গিয়ে ছোট ভাই জুয়েল হোসেন গুরুতর আহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত জুয়েল ও সবুজকে ওইদিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় জুয়েলের মৃত্যু হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় নিহতের ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিউল হাসান/এসআর