অবৈধ বালু উত্তোলনের ড্রেজার পুড়িয়ে দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:২১ পিএম, ২১ আগস্ট ২০২০

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ছোট শাখা যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পরিমল কুমার সরকার ড্রেজার মেশিন পুড়িয়ে দেন।

তিনি বলেন, ছোট শাখা যমুনা নদীতে ইজারা না নিয়েই অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। পরে সেখানে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয় এবং বালু উত্তোলনের পাইপগুলো ভেঙে ফেলা হয়।

এমদাদুল হক মিলন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।