বৌদির অভিযোগে ধরা খেল দেবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২১ আগস্ট ২০২০

রাজশাহীর তানোরে বৌদিকে উত্ত্যক্তের দায়ে পাকড়াও হয়েছেন সুফল কুমার (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

অভিযুক্ত সুফল কুমার তানোর হিন্দুপাড়া গ্রামের মৃত ত্রিনাথের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠিয়েছে তানোর থানা পুলিশ।

জানা গেছে, সুফল কুমার দীর্ঘদিন ধরে তার বৌদিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। একাধিকবার তাকে নিষেধ করা হলেও তিনি তার বৌদিকে প্রতিনিয়তই উত্ত্যক্ত করতে থাকেন। এ নিয়ে ভুক্তভোগি বৌদি দেবরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতেই ব্যবস্থা নেন ইউএনও।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দণ্ডিত সুফলকে জেলহাজতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।