চুরির অপবাদ দিয়ে রাজমিস্ত্রির হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১৯ আগস্ট ২০২০

ভ্যানগাড়ি চুরির অপবাদ দিয়ে ছাবলু সরদার (৩৮) নামে এক রাজমিস্ত্রির হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লায় এ ঘটনা ঘটে। আহত ছাবলুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় আহত ছাবলু সরদারের স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে গুরুদাসপুর থানায় আবুহান সরদার, জামাল সরদার, নায়েব সরদার ও আয়ুব সরদারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আহত ছাবলু সরদার ও অভিযুক্তদের বাড়ি একই মহল্লায়।

ছাবলু সরদারের স্ত্রী হেলেনা বেগম বলেন, ভ্যানগাড়ি চুরির অপবাদ দিয়ে আমার স্বামীকে বেধড়ক পেটানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার চাই আমি।

তিনি বলেন, আমার স্বামী রাজমিস্ত্রি। স্বামীর উপার্জনের টাকা দিয়ে চলে অসুস্থ শ্বশুরের চিকিৎসা। দুই ছেলে-মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চলে স্বামীর আয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে পিটিয়ে জখম করায় অসহায় হয়ে পড়েছি আমরা।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্তরা রাজমিস্ত্রি ছাবলুকে পাটের রশি দিয়ে বেঁধে কাঠ ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, আহত ছাবলুর স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।