কুয়াকাটায় ১৪ জেলেকে অপহরণ


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৪ নভেম্বর ২০১৪

কুয়াকাটার চর গঙ্গামতিসংলগ্ন সাগর থেকে দুটি মাছধরা ট্রলারে ডাকাতি শেষে ১৪জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাছধরা অবস্থায় জেলেদের উপর হানা দেয় জলদস্যুরা। পরে তারা একটি ট্রলারে করে জেলেসহ ১৪ জনকে নিয়ে গহীন সাগরে চলে যায় মুক্তিপণের দাবিতে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, রাজা নামের নতুন এক জলদস্যু বাহিনী এ অপহরণ করেছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সঞ্জয় মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুৎফর মাঝির ট্রলারে ডাকাতি ও জেলে অপহরণের ঘটনা ঘটেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।