১০১টি ককটেলসহ দুই শিবির কর্মী আটক
সিলেটের ফেঞ্চুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১০১টি ককটেল, ২টি পাইপগান এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার হাটুভাঙা আশিঘর ও হাটুভাঙা নিজামপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে এগুলো উদ্ধার এবং তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙা নিজামপুর গ্রামের শিবির কর্মী রুম্মান মিয়া ও আশিঘর গ্রামের মুজাম্মিল হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধরের নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে রুম্মানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭টি ককটেল উদ্ধার করে। পরে রুম্মানের দেয়া তথ্য অনুযায়ী মোজাম্মিল হোসেনকে ভোরে আশিঘর গ্রাম থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৪টি ককটেল ও দুটি পাইগানসহ বিপুল পরিমাণ বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জাগো নিউজকে জানান, প্রাথমিক জ্ঞিাসাবাদে আটকরা স্বীকার করেছে তারা যুদ্ধাপরাধী মুজাহিদ ও সাকার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করাকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এগুলো ব্যবহারের পরিকল্পনা করছিল।
তিনি আরো জানান, এদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জ্ঞিাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করলে কারা আর তাদের সঙ্গে জড়িত তা জানা যাবে।
ছামির মাহমুদ/এসএস/এমএস