রাজশাহীর পদ্মার তীরে কাঁটাতারের বেড়ার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

রাজশাহীর পদ্মা নদীর তীরে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা চর্চা কেন্দ্র নামের একটি প্রতিষ্ঠান।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় রিভারভিউ স্কুলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তারা বলেন, ‘পদ্মা নদীর তীর প্রাকৃতিকভাবেই উন্মুক্ত। এখানে বিনোদন কেন্দ্র করার নামে কাঁটাতারের বেড়া দেয়ার অধিকার সিটি কর্পোরেশনের নেই।’

বক্তারা বলেন, ‘অনেক মানুষ পদ্মার তীরে বুকভরে নিঃশ্বাস নিতে যান। কিন্তু টাকার বিনিময়ে যেতে হলে তাদের অনেকেই সেই অধিকার থেকে বঞ্চিত হবেন।’

মানববন্ধনকালে বক্তব্য রাখেন- সংগঠনটির সভাপতি জুলফিকার নাঈম, সাধারণ সম্পাদক
নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

জিতু কবির/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।