সকালে ভাই, বিকেলে বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৭ আগস্ট ২০২০

মাগুরার মহম্মদপুরে কোমল পানীয় খেয়ে অসুস্থ হওয়ার পর ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে ও বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছে- উপজেলার বিনোদপুর গ্রামের আরজু মোল্যার ছেলে শিমুল মোল্যা (১০) ও মেয়ে আফরিন সুলতানা (১৭)। শিমুল বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও আফরিন বিনোদপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

নিহতদের মা শ্যামলী খাতুন জানান, শিমুল ও আফরিন শনিবার (১৫ আগস্ট) রাতে বাড়িতে রান্না করা ডিম ভাত খায়। পরে শিমুল দোকান থেকে একটি কোমল পানীয় কিনে পান করে। তবে আফরিন সেটি পান করেনি। কিন্তু দুজনই রোববার সকালে পেটে ব্যথা করছে বলে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এ অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়। মেয়ে আফরিনকে ওই সময়ই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার কিছু আগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোথা থেকে কী ঘটলো বুঝে উঠতে পারছেন না শ্যামলী খাতুন।

এদিকে মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের রেজিস্ট্রার বইয়ে শিমুল ও আফরিনের অসুস্থতার কারণ কোমল পানীয়তে বিষক্রিয়া উল্লেখ করা হয়েছে।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

আরাফাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।