যশোর বোর্ডে জেএসসি পরীক্ষার্থী বেড়েছে ২০ হাজার


প্রকাশিত: ১২:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

আগামী ১ নভেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এবার এ পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে দুই লাখ ১৪ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। যা গত বছরের চেয়ে ২০ হাজার ২৯৯ জন বেশি। তবে এবার ২৪৩টি কেন্দ্রই থাকছে।

যশোর বোর্ড সূত্রে জানা যায়, এবার যশোর বোর্ডের অধীনে জেএসসিতে দুই লাখ ১৪ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অংশ নিবে। আর গতবারের শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৫৬১ জন। এবার এক লাখ ১২ হাজার ১৯৯ জন ছাত্রী এবং এক লাখ ২৬ হাজার ৬১ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

যশোর জেলা থেকে এবার সর্বোচ্চ ৩৭ হাজার ২২২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আর সর্বনিম্ন পরীক্ষার্থী রয়েছে মেহেরপুরে ৯ হাজার ৪১৩ জন। এছাড়া খুলনায় ৩২ হাজার ৪৩৭, বাগেরহাটে ১৮ হাজার ৬১১, সাতক্ষীরায় ২৩ হাজার ৬৩৭, কুষ্টিয়ায় ২৮ হাজার ৫১৫, চুয়াডাঙ্গায় ১৪ হাজার ৫০১, নড়াইলে ১০ হাজার ৬৬০, ঝিনাইদহে ২৪ হাজার ৯০০ ও মাগুরা থেকে পরীক্ষা দেবে ১৪ হাজার ৯২৪ জন।

এদিকে, সরকার যেসব প্রাথমিক বিদ্যালয়ে জুনিয়র সেকশন চালু করেছিল সে সব বিদ্যালয় থেকে এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষা অংশ নিতে যাচ্ছে। এ জন্য অভিভাবক-শিক্ষকরা এক ধরনের বাড়তি চাপে রয়েছেন।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কেন্দ্র সচিবদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া শিক্ষাবোর্ডের একাধিক টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবে বলেও জানান তিনি।

মিলন রহমান/এআরএ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।