যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি


প্রকাশিত: ১২:০২ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে হবে। যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। দলে কেউ বিভেদ সৃষ্টি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যেসব অঙ্গ সংগঠন বা ইউনিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অচিরেই তা নতুনভাবে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করা হবে।

শুক্রবার শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির সকল যুগ্ন আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, বিভিন্ন উপজেলা, পৌর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপ্রধানে ও যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম উল্ল্যা সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম এ মতিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি আলহাজ রাশেদা বেগম হীরা, সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুল হামিদ মাষ্টার প্রমুখ।

ইকরাম চৌধুরী/এমএএস/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।