ঝিনাইদহে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত
ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি ক্যাডার নিহত হয়েছেন। শনিবার ভোরে জেলার হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী আমতলা গ্রামের মাঠ এবং কোটচাঁদপুর উপজেলার দোড়া গ্রামের মাঠে পৃথক এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের আঞ্চলিক ক্যাডার বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও ছয়টি বোমা উদ্ধার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
কোটচাঁদপুরে নিহত ব্যক্তির নাম নাম আব্দুর রশিদ। তার বাড়ি ওই উপজেলার ছয়খাদা শ্রীরামপুর গ্রামে। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, চরমপন্থিদের গোপন বৈঠকের খবর পেয়ে ভোর চারটার দিকে পুলিশ হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর এলাকায় অভিযান চালায়। এসময় চরমপন্থিরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে পৃথক স্থানে দুই চরমপন্থি ক্যাডার নিহত হন। পুলিশ সকালে তাদের লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর বাজার থেকে গত বৃহস্পতিবার ভোমরাডাঙ্গা গ্রামের হযরত ও ছয়খাদা শ্রীরামপুর গ্রামের আব্দুর রশিদ নামে দুই ব্যক্তিকে ধরে নিয়ে যায় পুলিশ। এদের মধ্যে আব্দুর রশিদ কোটচাঁদুপরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।