জীবননগরে আ.লীগ কর্মীকে কুপিয়ে আহত : গ্রেফতার ৪


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ৩০ অক্টোবর ২০১৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোপালনগরে নৈশ প্রহরী থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে যুবলীগ কর্মী ও মাছ ব্যবসায়ী আসাদুজ্জামানকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

আসাদুজ্জামান উপজেলা শহরের দৌলতগঞ্জ পাড়ার খোদাবক্সের ছেলে এবং যুবলীগ নেতা ডাবলুর ভাই। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, সেলিম (৩৪), শরিফুল (৪০), ইলিয়াস হোসেন (৩৩) ও ফরিদুল (৪২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মাছ ব্যবসায়ী আসাদুজ্জামান গোপালনগরস্থ মাছের খামার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইনতার বাড়ির কাছে পৌঁছায়। এসময় নৈশ প্রহরী থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী গোপালনগর গ্রামের হালিমসহ ১০-১২ জন মোটরসাইকেলের গতিরোধ করে তাকে এলোপাথারি কুপিয়ে আহত করেন। তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। রাতেই আহতের মামা ওলিউর রহমান বাদী হয়ে হালিম, সেলিম ও শরিফুলসহ ১০ জনের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর পুলিশ গভীর রাতে গোপালনগর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের সলেমান হোসেনের ছেলে সেলিম, মৃত ইসমাইল হোসেনের ছেলে ইলিয়াস ও আবু বকরের ছেলে ফরিদুলকে গ্রেফতার করে। যুবলীগ নেতা ডাবলু জানান, পূর্ব শত্রুতার জের ধরে হালিমসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আব্দুল হালিমের বাবা সোলেমানকে মাছের খামারের নৈশ প্রহরী থেকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে হালিমসহ তার লোকজন এ ঘটনা ঘটায়।

সালাউদ্দিন কাজল/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।