রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৩ আগস্ট ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমাইয়া টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার সুমাইয়া টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় এসহাক (৭০) নামে এক শ্রমিক আহত হন। তাকে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানার ১৫ মেশিন ও তুলা আগুনে পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে টেক্সটাইল মিলের মালিক আজাহার দাবি করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব বলেন, আগুন লাগার খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মীর আব্দুল আলমু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।