এমপি সাহিদুজ্জামানসহ পুরো পরিবার করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৩ আগস্ট ২০২০
স্ত্রী-সন্তানদের সঙ্গে এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন

অডিও শুনুন

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. নাসির উদ্দিন বলেন, এমপি সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের সবাই জ্বরে ভুগছিলেন। ১০ আগস্ট তারা নমুনা পরীক্ষার জন্য দেন। নমুনা পরীক্ষার রিপোর্টে এমপি সাহিদুজ্জামান খোকন, তার স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা আরজুমান বানু, বড় ছেলে সাইফ, ছোট ছেলে সামিউজ্জামান ও রাজনৈতিক সহকারী শামীম, জাহিদ এবং রাশেদসহ পরিবারের সবার করোনা পজিটিভ আসে।

আক্রান্তরা সুস্থ রয়েছেন। তেমন কোনো শারীরিক সমস্যা নেই তাদের। বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন এমপি সাহিদুজ্জামান।

সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, এমপির পরিবারের সাত সদস্য ছাড়াও জেলায় আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হচ্ছেন- মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তুহিন রহমান ও হিসাবরক্ষক আজাদুর রহমান আজাদ এবং মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের এক কৃষক। আজকের ১০ জনসহ জেলায় এ পর্যন্ত ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩। মৃত্যু হয়েছে নয়জনের।

আসিফ ইকবাল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।