রাস্তার পাশে পড়েছিল ফুটফুটে নবজাতক
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় রাস্তার পাশে কাপড়ে জড়িয়ে ফেলে যাওয়া ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাগঁআচড়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইলের ইউপি সদস্য আবু তালেব জানান, ভোরে কে বা কারা নবজাতককে ফেলে গেছে। সকালে রাস্তার পাশে চায়ের দোকানদার একটি শিশুকে কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
এদিকে নবজাতক উদ্ধারের ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখতে ভিড় করে। অনেকেই শিশুটিকে লালনপালন করার জন্য নিতে আগ্রহ প্রকাশ করেন।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে তা এখনও জানা যায়নি।
নবজাতকটি সুস্থ আছে জানিয়ে তিনি বলেন, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটিকে আপাতত সহিদুল নামে একজনের হেফাজতে রাখা হয়েছে। বৈধ অভিভাবক না পাওয়া গেলে প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার জানান, শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে শিশুটিকে স্থানীয় চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুলের হেফাজতে দেয়া হয়েছে। যাকে তিনি ভালো মনে করবেন তাকে লালনপালনের জন্য দিতে পারবেন।
জামাল হোসেন/আরএআর/জেআইএম