প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে করোনা দুর্যোগ মোকাবিলা করেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৩ আগস্ট ২০২০
লালমোহন উপজেলা চত্বরে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণ করেন এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকরা অবহেলিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছেন। করোনাকালে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভোলার লালমোহন উপজেলা চত্বরে নন-এমপিও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা বিতরণকালে এসব কথা বলেন তিনি। এদিন লালমোহন উপজেলার ৮৫০ জন শিক্ষকের মাঝে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাবিশ্বে অনুকরণীয় প্রধানমন্ত্রী। তিনি করোনা দুর্যোগকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন। এজন্য করোনার সংক্রমণ কমেছে।

তিনি আরও বলেন, করোনাকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে লালমোহন ও তজুমদ্দিনের পাঁচ লাখ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি তাদের। বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায়দের ত্রাণ দিয়েছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

জুয়েল সাহা বিকাশ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।