মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় হবিগঞ্জের নির্মাণ শ্রমিক নিহত


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নাছির মিয়া (৩৩) রামে হবিগঞ্জের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কর্মরত অবস্থায় তিনি মারা যান। নাছির মিয়া বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইনিয়নের নজরপুর গ্রামের আশ্রব আলীর ছেলে।

সন্তানের মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে গেছেন তার দরিদ্র বাবা-মা। শোকে পাথর তার স্ত্রী-সন্তানরাও। ভাই-বোনসহ স্বজনদের পাশাপাশি শোকে মূহ্যমান নিহতের গ্রামের বাসিন্দারাও। সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন সকলেই। তবে এখন প্রত্যেকের দাবি যেন নাছির মিয়ার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

দুই ভাই ও এক বোনের সংসার তাদের। তিনি সবার বড়। বিয়ে করেছেন বেশ কয়েক বছর পূর্বে। তার তিন মেয়ে রয়েছে। দরিদ্র সংসারের তেমন উপার্জনযোগ্য কোনো অবলম্বনও নেই। এ অবস্থায় পরিবারের মুখে হাসি ফোঁটাতে দু’বছর পূর্বে দালালের মাধ্যমে মালয়েশিয়া যান নাছির। অনেক ঝক্কিঝামেলার পর কখনো খেয়ে, আবার কখনো উপোস থেকে সমুদ্র পথে সেখানে পৌঁছান। সেখানে তিনি একটি ভবন নির্মাণকারী কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

নিচে থেকে নিজেরা ক্রেনে নির্মাণ সামগ্রী তুলে দিতেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কাজে থাকা অবস্থায় একটি কিছু উপরে উঠানো পর ছিড়ে তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সঙ্গে সঙ্গে সেখানে অবস্থানরত তার ছোট ভাই জয়নাল আবেদীন পরিবারের কাছে বিষয়টি জানান।

স্থানীয় ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি তার প্রতিবেশী আব্দুল হামিদ ও ইউপি মেম্বার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জাগো নিউজকে জানান, মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে। দরিদ্র হওয়ায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কিছু নগদ অর্থ সহায়তা দিয়েছে। দেশেও প্রতিবেশী ও স্বজনরা অর্থ সহায়তা দিচ্ছেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। যদি কেউ বিদেশে মারা যায় এবং তার পরিবারের পক্ষ থেকে অনুদানের জন্য আবেদন করে তবেই তার জানার সুযোগ হয়। কেউ তাকে বিষয়টি জানায়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।