সিলেট এমসি কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৯ আগস্ট ২০২০

 

সিলেটে এমসি কলেজের এক ছাত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা আড়াইটার দিকে নগরের শিবগঞ্জ এলাকার বাসা থেকে মৌমিতা দাস পপি (২৪) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পপি বালাগঞ্জ উপজেলার কায়স্থঘাট গ্রামের রাজকুমার দাসের মেয়ে। তিনি নগরের শিবগঞ্জের হাতিমবাগ এলাকার ১ নম্বর রোডের ৪ নম্বর বাসার বাসিন্দা এবং এমসি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় মা-বাবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যান পপি। রোববার সকালে বাবা-মা ঘুম থেকে উঠে পপিকে বেডরুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর পরিবারের লোকজন শাহপরান থানায় বিষয়টি জানালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পপির বাবা রাজকুমার দাস বলেন, পপি অসুস্থ ছিল। কি কারণে সে আত্মহত্যা করল আমরা তা জানি না।

শাহপরান থানা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ছামির মাহমুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।