সুন্দরবন সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধিতে নৌকা র‌্যালি


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০১৫

সুন্দরবন সংরক্ষণ এবং উন্নয়নে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর সংলগ্ন খোলপেটুয়া নদীতে নৌকা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খোলপেটুয়া নদী সংলগ্ন নীলডুমুর ফরেস্ট অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এরপর র‌্যালিটি মুঞ্জিগঞ্জ ফরেস্ট অফিস ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে শতাধিক নৌকা অংশগ্রহণ করে।

পরে সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল রক্ষা এবং উন্নয়নের নিমিত্তে কমিউনিটির শিক্ষা এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুড়িগোয়ালিনী আলাউদ্দীন মার্কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান অসীম কুমার জোয়াদ্দার। এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মনজুর আলম, এসআই আব্দুল হালিমসহ সুধীজন।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।