গোপালগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৭ আগস্ট ২০২০
ফাইল ছবি

গোপালগঞ্জে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর অবস্থায় ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।

মৃত অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফায়েকুজ্জামান হাওলাদার (৫৭) কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামের জিনার উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল ছিলেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক বলেন, ফায়েকুজ্জামান সাতদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার নমুনা দিলে বুধবার নেগেটিভ ফলাফল আসে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করা হয়। শুক্রবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।