কচুরিপানা নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৭ আগস্ট ২০২০

মাদারীপুরের শিবচরে বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে পাট জাগ দেয়ার জন্য বর্ষার পানিতে ভেসে আসা কচুরিপানা সংগ্রহ নিয়ে কৃষক জাহাঙ্গীর মাতুব্বরের সঙ্গে তার চাচাতো ভাই বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া টেঁটায় জাহাঙ্গীর মাতুব্বরের মৃত্যু হয়।

এ সময় নিহত জাহাঙ্গীরের বাবা কাদির মাতুব্বর (৭০), চায়না (৪০), জামাল (৪৫), কামাল (৪০) ও রাজিয়া (৩৫) আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বাচ্চু মাদবর (৪৫), আবু সাইদ (৩৫),আব্দুর রহমান ( ৪০) ও কালাম (৩৫) নামে চারজনকে আটক করে করেছে পুলিশ।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আমরা চারজনকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।