সরকারি গম আত্মসাতে ইউপি চেয়ারম্যান ও সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০১:৩২ এএম, ০৭ আগস্ট ২০২০

সরকারি গম আত্মসাতের অভিযোগে নাটোর সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- নাটোর সদরের ছাতনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (৬৪) ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাহানাজ পারভীন (৩৫)।

দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার সকালে নাটোর থেকে এই চেয়ারম্যান-মেম্বরকে গ্রেফতার করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে পাঁচ টন সরকারি গম আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই গম আত্মসাতের সঙ্গে সরকারি কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে।

তদন্ত করে তাদেরও আইনের আওতায় আনা হবে। মামলার এজাহারভুক্ত অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেরদৌস সিদ্দিকী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।