পিরোজপুরে বেকুটিয়া ফেরি সার্ভিস বন্ধ


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৯ অক্টোবর ২০১৫

বরিশাল-খুলনা বিভাগের মধ্যবর্তী পিরোজপুরের কচা নদের ওপর গুরুত্বপূর্ণ (ইউটিলিটি-৩৬ নং) বেকুটিয়া ফেরি সার্ভিস বৃহস্পতিবার সকাল সাতটা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

ফেরির ইজারাদার মো. আজমীর হোসেন জাগো নিউজকে জানান, বুধবার সন্ধ্যে ছয়টা থেকে ফেরির এই ত্রুটি সনাক্ত করা গেলেও জোড়াতালি দিয়ে এক ইঞ্জিনের সাহায্যে সার্ভিস চালু রাখার আপ্রাণ চেষ্টা করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, ফেরিটি বহু বছরের জরাজীর্ণ। যেকোনো সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে বন্ধ হয়ে যায়। ইজারাদার জানান, যান্ত্রিক ত্রুটির মধ্যে ফেরির হাইড্রোলিক পাম্প, ইনজেক্টর, ফুয়েল পাম্প ও সেন্ডার সম্পূর্ণ অচল হয়ে যাওয়ার কারণে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বেকুটিয়া ফেরি বন্ধ থাকায় বরিশাল, খুলনা, বেনাপোল, কুয়াকাটা রুটের অসংখ্য যাত্রী এবং পিরোজপুরসহ বিভিন্ন রুটের যানবাহনকে বিকল্প পথে প্রায় ৩৪/৩৫ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে কচা নদের অপর টগরা-চরখালী ফেরি পারাপার হয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী জাগো নিউজকে জানান, বেকুটিয়া পয়েন্টে আরও একটি ফেরি বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লেখা হয়েছে।

হাসান মামুন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।