করোনা আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, নেয়া হচ্ছে ঢাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার নেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান।

তিনি বলেন, আজিজুর রহমানের করোনা উপসর্গ ছিল। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। সেই খবর প্রধানমন্ত্রী জানার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা নেয়ার নির্দেশ দেন। বর্তমানে প্রস্তুতি চলছে রাতেই হেলিকপ্টারে ঢাকা নেয়া হবে।

মৌলভীবাজারের সিভিল সার্জন তৌওহিদ আহমদ বলেন, আমরা অফিসিয়ালি ফলাফল পাইনি তবে নিশ্চিত হয়েছি তিনি পজিটিভ। তাকে ঢাকা নেয়া হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি।

চিরকুমার আজিজুর রহমান সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পুরস্করে ভূষিত হয়েছেন। রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে তার পরিবার।

রিপন দে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।